বন্দর প্রতিনিধি:
বন্দরে নিউ সততা মটরর্স দোকানে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। অজ্ঞাত চোরের দল কৌশলে দোকানে প্রবেশ করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে যায়।
গত ৩০ জুন রাত ৪টায় বন্দর উপজেলার কাইকারটেকস্থ জহির মিয়ার মার্কেটে এ চুরি ঘটনা ঘটে।
দোকান মালিক মহিবুর মিয়া চুরি ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার সকালে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় চুরি মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৯(৭)১৮।
জানা গেছে, সোনারগাঁ থানার ভাটি বন্দর এলাকার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মহিবুর মিয়া বন্দর উপজেলার কাইকারটেকস্থ জহির মিয়ার মার্কেটে নিউ সততা মটরর্স দোকান দিয়ে র্দীঘ দিন ধরে ব্যবসা করে আসচ্ছে।
এর ধারাবাহিকতায় ২৯ জুন বিকেল ৪টায় দোকান মালিক মার্কেটে এসে দোকানের তালা ও শাটারসহ সব কিছু ঠিক আছে দেখে যায়।
৩০ জুন রাত ৪টায় দোকান মালিক মোবাইল ফোনে সংবাদ পায় দোকানে চুরি হয়েছে। চুরি সংবাদ শুনে দোকান মালিক সাথে সাথে দোকান এসে দেখে ১২ ভোল্টের ৪১টি ব্যাটারী, ১৬টি চার্জার, রিক্সার মটর সেট ৮টি, অটোগাড়ী চাকা ৩০টি., সাউন্ড বক্স ৬ সেইট ও কন্ট্রলবক্স ৬টি চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরের দল।
চুরি ঘটনার ৪ দিন অতিবাহিত হওয়ার পর দোকান মালিক মহিবুর মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার সকালে বন্দর থানায় চুরি মামলা দায়ের করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।