আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ

বন্দর সেন্ট্রোল ঘাটে যাত্রীবাহী ট্রলার ও বালু ভর্তি বাল্কহেডের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে সংঘর্ষের ঘটনায় কোন প্রানহানীর ঘটনা না ঘটেলেও আহত হয়ে কমপক্ষে ৫ যাত্রী। ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বন্দর সেন্ট্রোল ঘাটে এ ঘটনাটি ঘটে। আহতরা হলো শাহীন, শরিফ, কামরুল, সিপু ও রিপন। প্রত্যেক্ষদৃশী ও স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে দ্রুত র্দূঘটনাস্থলে এসে র্দূঘটনা কবলিত ট্রলারের যাত্রীদের উদ্ধার করে।

এ ব্যাপারে ট্রলার যাত্রী সিপু জানান, বন্দর ১নং খেয়াঘাট পূর্বপাড় থেকে প্রায় ৫০/৬০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার পশ্চিমপাড়ে যাওয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি বালুবাহী ব্লাকহেড যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে সাথে সাথে যাত্রীবাহী ট্রলারটি শীতলক্ষা নদীতে ডুবে যায়। ওই সময় ঘাতক ট্রলারটি কৌশলে পালিয়ে যায়। র্দূঘটনা কবলিত ট্রলার যাত্রীদের মধ্যে ২০/৩০ জন যাত্রী সাতাঁর কেটে তীড়ে উঠতে সক্ষম হয়। বাকিদের স্থানীয়রা নৌকা ও ট্রলার নিয়ে তাদেরকে উদ্ধার করে।

স্পন্সরেড আর্টিকেলঃ