আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে জুয়ার আস্তানায় র‌্যাবের অভিযান, গ্রেপ্তার ৭

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের বন্দর থানার কামতাল এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৭ জন জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ (সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ) ।

গ্রেফতারকৃতরা হলেন নারায়ণগঞ্জের মোঃ রজব আলী (৩৫), আঃ মতিন (৪৫), মোঃ তোরাব হোসেন (৩৬), মোঃ রবিউল্লাহ (৫০), আঃ বারেক (৪৮), মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), আমির হামজা (৫৮)। ২৮ মে রাত সাড়ে ৩ টায় তাদের গ্রেফতার করা হয়। এসময় নগদ ১৬ হাজার ১শত ৩০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে র‌্যাব-১১ এর সিনিঃ এএসপি (সিপিএসসি আদমজীনগর) প্রণব কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র বন্দর থানার কামতাল এলাকায় বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিয়মিত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ