আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরে আল-আমিন মসজিদ কমিটিতে বিজয়ী হলেন যারা

বন্দরে বহুল আলোচিত আল-আমিন জামে মসজিদ কমিটির নির্বাচনে মোজাম্মেল হক সভাপতি ও মোঃ শাহজাহান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বন্দর আমিন আবাসিক এলাকায় গিয়াসউদ্দিন চৌধুরী মডেল একাডেমিতে সকাল ৮টা হতে একটানা দুপুর ১২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে সর্বমোট ২১৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১শ ৮৪ জন। ব্যালট বাতিল হয় ৬টি। ৫ পদের বিপরীতে ২টি প্যানেলে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করলেও সহ-সভাপতি পদে দুটি প্যানেলের প্রার্থী হাজী আশ্রাফ উদ্দিন(২নং প্রতীক) ও হাজী জিয়াউদ্দিন(৭নং প্রতীক) সমান ৮৮টি ভোট পেলে দুজনকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী মোজাম্মেল-লুৎফর প্যানেল হতে সভাপতি পদে ১নং প্রতীকে মোজাম্মেল হক ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী কাউয়ুম-শাহজাহান প্যানেল হতে ৬ নং প্রতীকে আব্দুল কাউয়ুম পেয়েছেন ৭৮টি ভোট । সাধারণ সম্পাদক পদে কাউয়ুম-শাহজাহান প্যানেল হতে ৮নং প্রতীকে ৮৮ ভোট পেয়ে শাহজাহান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৩নং প্রতীকে লুৎফর রহমান পেয়েছেন ৮৫ ভোট।

এছাড়াও সহ-সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে কাউয়ুম-শাহজাহান প্যানেলের ২ প্রার্থী যথাক্রমে কাজী মোঃ আলী (৯নং প্রতীক) ও আমজাদ হোসেন(১০নং প্রতীক)কে সুস্পষ্ট ব্যবধানে হারিয়ে জয় পায় মোজাম্মেল-লূৎফর প্যানেলের ৪ নং প্রতীকধারী মাহবুবুর রহমান ও ৫নং প্রতীকধারী জাহাঙ্গীর আলম সরকার।

সর্বশেষ সংবাদ