আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্দরবাসী শীতলক্ষ্যা সেতুর বাস্তবায়ন চায়

বন্দরবাসী শীতলক্ষ্যা

বন্দরবাসী শীতলক্ষ্যা

নিজস্ব প্রতিবেদক:

স্বাধীনতার ৪৮ বছর তার মানে ৩ যুগ পার হয়ে গেলেও এখন পর্যন্ত বন্দরবাসী তাদের প্রাণের দাবি শীতলক্ষ্যা সেতুর বাস্তবায়ন দেখতে পায়নি। সরকার আসে সরকার যায়, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতির ফুলছরি দিয়ে আসছে কিন্তু বাস্তবিক অর্থে কেউ কথা দিয়ে কথা রাখেনি এবং এর বাস্তবায়ন করিনি। যদিও এর মধ্যে মদনগঞ্জ টু কয়লার ঘাট দিয়ে যে ৩য় শীতলক্ষ্যা সেতুর নির্মান কাজ এগিছে চলেছে কিন্তু বাস্তবিক অর্থে তা বন্দরবাসীর খুব একটা লাভ হবে বলে মনে করেনা।

মূলত গাড়ী পারাপারের জন্য এটা পদ্মা সেতুর বাইপাস হিসেবে ব্যবহ্রত হবে। কিছুদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর একান্ত প্রচেষ্ঠায় মাননীয় সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) অনুমোদন করা হয়েছে। যেহেতু সামনে জাতীয় নির্বাচন তাই অনেকেই এটাকে মনে করছে নির্বাচনে বৈইতরী পার হবার কৈাশল ।

কারণ এর আগে বিএনপির শেষ সময়ে নারায়ণগঞ্জ ৫আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম তৎকালিন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিয়ে শীতলক্ষ্যা সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কিন্তু ওটার বাস্তবায়ন তো দুরের কথা শুধুমাত্র নামফলকেই সীমাবদ্ব ছিল যার একটি খুঁটিও দৃশ্যমান বন্দরবাসী দেখতে পায়নি। অবশঃ এবার সেতুটির বাস্তবায়ন এর জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীর ঐকান্ত প্রচেষ্ঠা ছিল তাই বন্দরবাসী মনে করে তাদের প্রাণপ্রিয় মেয়র এটার বাস্তবায়ণ করার জন্য সর্বোতভাবে চেষ্টা করবে। যদি ও এখন পর্যন্ত এই সেতুটির নির্মান কাজের ভিত্তি প্রস্তর কবে হবে তা ঠিক হয়নি। যদি পূর্বের মতো র্নিবাচনের বৈইতরী পার হওয়ার জন্য প্রতিশ্রুতি হয়ে থাকে তাহলে নারায়ণগঞ্জের প্রাণপ্রিয় মেয়র এর প্রতি বন্দরবাসী আস্থা হারিয়ে ফেলবে। শীতলক্ষ্যা সেতুটি যেহেতু ৫নং ঘাট টু ইস্পাহানীতে হবে তাই এর সুফল সত্যিকার অর্থে বন্দরবাসী পাবে।

তাই বন্দরবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে কখন তার বাস্তবায়ণ শুরু হবে। যেহেতু সেতুটির বাস্তবায়নে সেতুটির কিছু জমি অধিগ্রহণ করা হবে তাই সেখানখার বাসিন্দার মনে করে তা যেন নিয়মতান্ত্রিকভাবে হয় এবং এর যথাযথ ক্ষতিপূরন তারো পেতে পারে এবং সত্যিকার অর্থে বন্দরবাসী যেন এর বাস্তবায়ন দেখতে পায়।

স্পন্সরেড আর্টিকেলঃ