ওপেনার মার্টিন গাপটিলের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ হারের স্বাদ পেয়ে গেল সফরকারী বাংলাদেশ। গাপটিলের ১১৮ রানের সুবাদে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ বাকী রেখেই সিরিজ জিতে নেয় কিউইরা। প্রথম ম্যাচেও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিলো নিউজিল্যান্ড। আজ টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯ দশমিক ৪ ওভারে ২২৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৮৩ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড।
স্কোর কার্ড :
বাংলাদেশ ইনিংস :
তামিম ইকবাল এলবিডব্লু ব হেনরি ৫
লিটন দাস ক ফার্গুসন ব বোল্ট ১
সৌম্য সরকার ক টেইলর ব গ্র্যান্ডহোম ২২
মুশফিকুর রহিম বোল্ড ব ফার্গুসন ২৪
মোহাম্মদ মিথুন বোল্ড ব অ্যাস্টল ৫৭
মাহমুদুল্লাহ রিয়াদ ক লাথাম ব অ্যাস্টল ৭
সাব্বির রহমান ক নিশাম ব ফার্গুসন ৪৩
মেহেদি হাসান মিরাজ ক নিকোলস ব নিশাম ১৬
মোহাম্মদ সাইফউদ্দিন বোল্ড ব ফার্গুসন ১০
মাশরাফি বিন মর্তুজা ক বোল্ট ব নিশাম ১৩
মুস্তাফিজুর রহমান অপরাজিত ৫
অতিরিক্ত (লে বা-৬, ও-১৭,) ২৩
মোট (অলআউট, ৪৯৪ ওভার) ২২৬
উইকেট পতন : ১/৫ (লিটন), ২/১৬ (তামিম), ৩/৪৮ (সৌম্য), ৪/৮১ (মুশফিকুর), ৫/৯৩ (মাহমুদুল্লাহ), ৬/১৬৮ (মিথুন), ৭/১৯০ (মিরাজ), ৮/২০৬ (সাব্বির), ৯/২১১ (সাইফউদ্দিন), ১০/২২৬ (মাশরাফি)।
নিউজিল্যান্ড বোলিং :
হেনরি : ১০-২-৩০-১ (ও-১),
বোল্ট : ১০-১-৪৯-১,
গ্র্যান্ডহোম : ৪-০-২৫-১ (ও-৮),
ফার্গুসন : ১০-০-৪৩-৩ (ও-২),
অ্যাস্টল : ১০-০-৫২-২,
নিশাম : ৫.৪-০-২১-২ (ও-২)।
নিউজিল্যান্ড ইনিংস :
মার্টিন গাপটিল ক লিটন ব মুস্তাফিজ ১১৮
হেনরি নিকোলস ক লিটন ব মুস্তাফিজ ১৪
কেন উইলিয়ামসন অপরাজিত ৬৫
রস টেইলর অপরাজিত ২১
অতিরিক্ত (বা-১, ও-১০) ১১
মোট (৩৬.১ ওভার, ২ উইকেট) ২২৯
উইকেট পতন : ১/৪৫ (নিকোলস), ২/১৮৮ (গাপটিল)।
বাংলাদেশ বোলিং :
মাশরাফি : ৬-০-৩৭-০ (ও-১),
সাইফউদ্দিন : ৬-০-৪৪-০ (ও-৩),
মিরাজ : ৭.১-০-৪২-০,
মুস্তাফিজুর : ৯-০-৪২-২ (ও-২),
সাব্বির : ৪-০-২৮-০,
সৌম্য : ১-০-১০-০,
মাহমুদুল্লাহ : ৩-০-২৫-০।
ফল : নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।