নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় দিবস উপলক্ষে চিত্রঙ্কন, আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শহরের রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্বর্ণপদক শির্ষক এ প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম হওয়া ১২ প্রতিযোগীকে সাড়ে ৬ আনা স্বর্ণ খচিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত মেডেল পুরষ্কার হিসেবে তুলে দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রসাশক রাব্বি মিয়া।
বৃহস্পতিবার (১০ মে) বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে আয়োজিত এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সেলিম ওসমান, জেলা প্রসাশক এবং নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সভাপতি রাব্বি মিয়া, সংরক্ষিত নারী আসনের সাংসদ হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ সদর ইএনও হোসনে আরা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার নারায়ণগঞ্জ জেলা ইউনিট মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ হায়দার খান কাজল সহ নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিভিন্ন বিভাগে যে সকল প্রতিযোগী স্বর্ণ পদক পেয়েছেন তারা হলেন, আবৃত্তি ক-বিভাগ থেকে মুমতাহিনা জাহিন, আবৃত্তি খ-বিভাগ থেকে অর্ণিলা ভৌমিক অর্নি, আবৃত্তি গ-বিভাগ থেকে খন্দকার জান্নত ইউনূস, আবৃত্তি ঘ বিভাগ থকে জোহেব আহনাফ তীব্র।
সঙ্গীত ক-বিভাগে স্বর্ণপদক পেয়েছেন রোজ মেরী, সঙ্গীত খ-বিভাগে স্বর্ণপদক পেয়েছেন অর্পিতা সেন ত্রপা, সঙ্গীত গ-বিভাগে স্বর্ণপদক পেয়েছেন গাজী আহনাফ লাবিব কাব্য, সঙ্গীত ঘ-বিভাগে স্বর্ণপদক পেয়েছেন হুমায়রা হামিম।
চিত্রাঙ্কন ক বিভাগে স্বর্ণপদক পেয়েছেন অনামিকা রানি সাহা, চিত্রাঙ্কন খ বিভাগে স্বর্ণপদক পেয়েছেন তানহা বিনতে সেলিম, চিত্রাঙ্কন গ বিভাগে স্বর্ণপদক পেয়েছেন রাইয়ান আলম রাদিন, চিত্রাঙ্কন ঘ বিভাগে স্বর্ণপদক পেয়েছেন জারিন তাসনিম এরিকা।
এছাড়া প্রত্যেক বিভাগে ২য় ও ৩য় স্থান প্রাপ্ত প্রতিযোগীদের রৌপ্য ও ব্রঞ্জের মেডেল পুরষ্কার হিসেবে দেয়া হয়। পাশাপশি প্রতি বিভাগ থেকে ১০ জন কে সার্টিফিকেট ও বই পুরষ্কার হিসেবে দেয়া হয়। প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ ও এর পাশর্^বর্তি বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।