আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের পূর্বাচল উপশহর এলাকায় অবস্থিত ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ( ২১ অক্টোবর ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধন করেন।

ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আগে একটা জায়গায় আমরা মেলা করতাম, সে জায়গাটা ছিলো সীমিত। ব্যবসায়ীদের সমস্যা হতো। আমি (প্রধানমন্ত্রী) একটা সিদ্ধান্ত নিয়েছিলাম । ব্যবসায়ীদের মেলার জন্য একটা স্থানীয় সেন্টার করে দেওয়ার। সেটা হয়েছে। ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ এ সারা বছর ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের মেলা করতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আয়ের একটা উৎস তৈরী হয়েছে। এটা আমাদের স্থায়ী সম্পদ হলো। এটা আপনারা যথাযথ ব্যবহার এবং রক্ষা করবেন। সময়ের চাহিদা অনুযায়ী আপনারা বহুমুখী পণ্য উৎপাদন করবেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ, নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সোহেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভুঁইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হারেজ, আওয়ামী লীগ নেতা আনছার আলীসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এদিকে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রূপগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। রূপগঞ্জে আনন্দ মিছিলও হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ