আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ২ মাদ্রাসা ছাত্র আটক

নলাইন রিপোর্ট: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর ঘটনায় জড়িত সন্দেহে দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

সিসি ক্যামেরায় ধারণকৃত ছবি যাচাই-বাছাই করে শনিবার রাতে শহরের জগিয়া এলাকার দুই মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। দুপুরে খুলনা রেঞ্জের ডিআইজির উপস্থিতিতে আটককৃতদের বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

সিসি ফুটেজে দেখা যায়, মুখে দাঁড়ি, মাথায় টুপি, পাজামা-পাঞ্জাবি পরিহিত দুই যুবক ভাস্কর্য চত্বরে প্রবেশ করে। এরপর বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায়।

এদিকে এ ঘটনায় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান এডিএম মো. সিরাজুল ইসলাম। অপর দুই হলেন- গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও এএসপি পদ মর্যাদার এক পুলিশ সদস্য। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত জানান, সিসিটিভির ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। শিগগিরই ভাল খবর পাওয়া যাবে।

সিসি ফুটেজে দেখা যায়, মুখে দাঁড়ি, মাথায় টুপি, পাজামা-পাঞ্জাবি পরিহিত দুই যুবক ভাস্কর্য চত্বরে প্রবেশ করে। এরপর বাঁশের তৈরি সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং ভাস্কর্য ভাঙচুর করে পালিয়ে যায়।

স্পন্সরেড আর্টিকেলঃ