আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর বাংলায় পাট শিল্প পিছে থাকবে না: বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার: 

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বাঙালিদের পাটের টাকায় পাকিস্থানের উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধু পাটের জন্য এদেশ স্বাধীনতা করেছে । সুতরাং বঙ্গবন্ধুর বাংলায় পাট শিল্প পিছে থাকবে না। যে কোন মূল্যে পাটের হারানো গৌরব ফিরে আনা হবে।

মঙ্গলবার (২ জুলাই) বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ে বঙ্গবন্ধু বস্ত্র ও পাট জাদুঘর প্রকল্প প্রণয়ন সংক্রান্ত বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্বে পাটের চাহিদা বাড়ছে। আমাদের পাট জাত পণ্যের উপর গবেষণা বৃদ্ধি করতে হবে। নতুন নতুন ডিজাইন তৈরী করতে হবে। যাতে ক্রেতারা দেখা মাত্রই পছন্দ করে।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। যে সকল প্রকল্প প্রণয়ন করা হচ্ছে তা সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। যার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠবে তাকে কঠোর শাস্তি দেয়া হবে।

তিনি বলেন, পাট খাতে যে সমস্যা গুলো আছে তা চিহ্নিত করে সমাধান করা হবে। ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত বিশ্বে নিয়ে যেতে বস্ত্র ও পাট খাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে।

এসময়  বস্ত্র ও পাট  মন্ত্রণালয়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।