আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে:হাছিনা গাজী

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন ,তরুণ প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ কাল রাতে বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার আগে বলেছিলেন আজ থেকে বাংলাদেশ স্বাধীন এবং বঙ্গবন্ধুর ঘোষণা পত্র ওয়ারলেসের মাধ্যমে চট্টগ্রাম বেতার কেন্দ্রে পৌছে দেয়া হয়েছিলো । সেখান থেকে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান সাহেব বঙ্গবন্ধুর পক্ষে ২৬ শে মার্চ স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পত্র পাঠ করেছিলেন ।
মেয়র বলেন, জিয়াউর রহমান জীবিত থাকাকালীন সময়ে নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক বলে দাবি করেন নাই । বিএনপি এখন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে মিথ্যাচার করছে।

শনিবার ২৬ শে মার্চ সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খাদুন এলাকায় তারাব পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তারাব পৌরসভার সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাব পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, তারাব পৌরসভার কাউন্সিলর আমির হোসেন ভুঁইয়া, রফিকুল ইসলাম মনির, মাহাবুবুর রহমান জাকারিয়া, আনোয়ার হোসেন, মাহফুজা আক্তার , জোসনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে মুড়াপাড়া কলেজ মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ