আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তারাব পৌরসভায় এলইডি স্ক্রিন

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৭ মার্চ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের জন্য নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সার্বিক সহযোগিতায় ও মেয়র হাছিনা গাজীর উদ্যোগে তারাব পৌরসভার সামনে এলইডি স্ক্রিন সংযোজন করা হয়েছে।

এদিকে রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের জন্য সব ধবণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্কুল-কলেজ ,সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করা হয়েছে। বঙ্গবন্ধুর অনেক বিরল ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড শোভা পাচ্ছে।

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনগুলোও প্রস্তুত রয়েছে। উপজেলার প্রত্যেকটা জায়গায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হবে।  স্কুল-কলেজে  কোরআন তেলাওয়াত,সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা হওয়ার কথা রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ