ফতুল্লায় অভিযান চালিয়ে ১৫০ মিটার কারেন্টজাল সহ ১ জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। মো: রেজাউল করিম (৪৮) নামে একজনকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর নেতৃত্বে রোববার (৭ জুলাই) ফতুল্লার বক্তাবলীর চর সৈয়দপুর (কাঠপট্টি গুদারাঘাট সংলগ্ন) এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সাথে জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ঊনষাট হাজার (৫৯,০০০) টাকা বলে জানা গেছে।