আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলাজুড়ে বই উৎসব

বই উৎসব

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলাজুড়ে স্কুলগুলো পালিত হয়েছে বই উৎসব। নতুন বইয়ের টানে বছরের প্রথমদিনেই স্কুলে ছুটে গেছে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিক শিক্ষার্থী ও অভিভাবকরা। নগরীর স্কুল থেকে শুরু করে জেলার প্রত্যন্ত অঞ্চলেও স্কুলগুলোতে সোমবার (১ জানুয়ারী) বই উৎসবের আমেজে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, নগরীর সদর থানা ছাড়াও জেলার ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, বন্দর, সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার থানা এলাকায় প্রায় সবগুলো স্কুলে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়।

রূপগঞ্জে বই উৎসব
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল এন্ড কলেজের বই উৎসব ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে উপজেলার ভুলতা এলাকার ভুলতা স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুইঁয়া, ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম, স্কুলের অধ্যক্ষ আব্দুল আওয়াল মোল্লা প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তিতায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) বলেন- অর্থের অভাবে কোন ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ হবে না । মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছে।

বক্তাবলীতে বই উৎসব
সদর উপজেলার বক্তাবলীর রামনগরে হাজী গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবার মাধ্যমে স্কুলটির যাত্রা শুরু করল। সোমবার (১ জানুয়ারী) সকালে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুলের প্রতিষ্ঠাতা আল আমিন ইকবালের পিতা হাজী গোলাম হোসেন। এসময় আল আমিন ইকবাল, যুবলীগ সভাপতি সদরউদ্দিন, আওয়ামী লীগ নেতা নাজির হোসাইন সহ স্কুলের শিক্ষকগণ ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে পূর্ব চরগড়কুল উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো: নাজির হোসেন। এসময় স্কুলের শিক্ষকগণ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

বন্দরে চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন বই উৎসব
বছরের প্রথম দিন প্রাথমিক শিক্ষা সমাপনি ফলাফল এবং নতুন বই পাওয়ার আনন্দে আত্মহারা বন্দরের আমিরাবাদ চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষার্থীরা, গতকাল বর্ষবরণের ইমেজ ছিলো মধ্যরাত অবধি এবং কুয়াশা ঢাকা সকালের কণকণে শীত উপেক্ষা করে ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা স্কুলের বারান্দা দখল করে বসে ছিলো আর প্রতীক্ষা করছিলো কখন আসবেন প্রিন্সিপ্যাল স্যার এবং নতুন বই হাতে তুলে দিবেন আর তা পেয়েই নাকে নিয়ে দেখে নেবে নতুন বছরের নতুন ঘ্রাণ। সোমবার সকালে আমিরাবাদ চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন স্কুলের সব শ্রেণির ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন স্কুলের প্রিন্সিপ্যাল আবদুল মোতালিব, সিনিয়র শিক্ষক তাহেরুল ইসলাম রুবেল, সহকারী শিক্ষক মোঃ শুভ, শিক্ষিকা মিস সাথী, মিস হিমু, মিসেস রোজিনা, মিসেস হালিমা, মিসেস বীথি প্রমুখ। উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী, এবং এলাকাবাসীর অংশগ্রহণে বই বিতরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মর্নিং গ্লোরী স্কুলে বই উৎসব
জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় ইংরেজী নতুন বছরের শুরু থেকেই মর্নিং গ্লোরি কিন্ডার গার্টেন স্কুলের যাত্রা শুরু হলো। সোমবার সকালে স্কুলের শুভ উদ্বোধন ও বই উৎসব পালিত হয়েছে। স্কুলের অধ্যক্ষ মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে উদ্বোধন ও বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা বদিউজ্জামান বদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক কাউন্সিলর রেহেনা বেগম, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সমাজ কল্যান সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম শেরআলী, নারায়ণগঞ্জ সরকারী আই.ই.টি স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, ৯১ নং পশ্চিম জালকুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ্রিয়ার আল মামুন (উকিল), শিক্ষানুরাগী ও সমাজ সেবক সেলিম প্রধান প্রমুখ।

আড়াইহাজারে বই উৎসবে শিশুদের উল্লাস
আড়াইহাজারে দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে শিশুরা উল্লাসে মেতে উঠেছে। সোমবার সকাল থেকে উপজেলা প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের দুই শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব শুরু হয়। সকাল থেকে বিদ্যালয় গুলোতে ছাত্রছাত্রীদের ভিড় জমতে থাকে এবং বিদ্যালয় গুলো বিভিন্ন সাজে সজ্জিত করে ছাত্রছাত্রীরা আনন্দ উল্লাস করতে থাকে।
সকালে উপজেলা সদরে ৬২ নং আড়াইহাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন পাঁচ শতাধিক ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জাফর আহমেদ পাঠানের সভাপতিত্বে বই বিতরন সভায় উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা কর্মকর্তা রাফেজা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন,আলী আকবর সিকদার,ম্যানেজিং কমিটির সদস্য হারাধন চন্দ্র দে,সৈয়দ ইসমাইল হোসেন,নাদিমুল হাসান, জাহাঙ্গীর হোসেন, মাহবুব হোসেন প্রমুখ। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিশু ছাত্রছাত্রীরা আনন্দে উল্লাস প্রকাশ করে। তারা নেচে গেয়ে ও বিভিন্ন ধরনের বাজনা বাজিয়ে বিদ্যালয়ের আঙ্গিনা গুলি মাতিয়ে রেখে উৎসবের নজীরবিহীন দৃস্টান্ত স্থাপন করে।