আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন

নিজস্ব প্রতিবেদক:

কারিগরি ত্রুটির কারণে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। রোববার বিকেল ৪টার পর থেকে এ তিনটি সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা লগ ইন করতে পারছেন না।

এশিয়া, ইউরোপ এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা প্রবেশ করতে পারছেন না বলে ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনটিক্টের এই তিন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারিগরি ত্রুটি নিয়ে এক ঘণ্টায় শত শত অভিযোগ পেয়েছে।

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে প্রবেশ করার চেষ্টা করলে ‘ওয়েবসাইটটি পাওয়া যাচ্ছে না’ এমন বার্তা দেখাচ্ছে।

তবে কারিগরি ত্রুটির বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি ফেসবুক।

টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘একইসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন। মার্ক জুকারবার্গকে ধন্যবাদ মহান এই সেবা দেওয়ার জন্য।’

স্পন্সরেড আর্টিকেলঃ