আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের রিমান্ডে কাসেমী

সংবাদচর্চা রিপোর্ট:

রাজধানীর পল্টন থানায় করা আরেকটি মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে ফের তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

বুধবার ২৬ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর ২০১৩ সালে দায়ের করা পল্টন থানার আরেকটি মামলায় তার ফের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর বারিধারা থেকে মনির হোসেন কাসেমীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ডিবি জানায়, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২০ সালের ডিসেম্বর এবং সম্প্রতি নারায়ণগঞ্জের সহিংসতায় তার নাম ওতপ্রোতভাবে জড়িত।

এদিকে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করেছিলেন মনির হোসেন কাসেমী। তিনি ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামীম ওসমানের প্রতিপক্ষ। নির্বাচনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শামীম ওসমানের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছে মনির হোসেন কাশেমী।

স্পন্সরেড আর্টিকেলঃ