ফেন্সিডিলসহ গ্রেফতার ফেনসি গৌতম কুমার দত্তকে (৫০) ১ দিনের রিমান্ড নিয়েছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওছার আলমের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গৌতম কুমার দত্ত ফতুল্লা থানার লামাপাড়া এলাকার মৃত. নিরঞ্জন দত্তের ছেলে।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, সকালে আসামীকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর রাত ১১টায় জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযানে চাষাড়া ডাক বাংলার সামনে কলেজ রোডের উপর হইতে ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ১শ বোতল ফেন্সিডিলসহ গৌতম কুমার দত্তকে গ্রেফতার করে।