আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসেছিলেন পাওনা টাকা নিতে, ফিরলেন লাশ হয়ে

ফিরলেন লাশ হয়ে

ফিরলেন লাশ হয়ে

 

নিজস্ব প্রতিবেদক:
বক্তাবলীতে এসেছিলেন ব্যবসার পাওনা টাকা নিতে। বাড়ি ফেরার পথে সামেদ আলীর সন্ত্রাসী বাহিনীর হাতে নির্মম ভাবে টেটাবিদ্ধ হয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন দুই সন্তানের জনক মোঃ জয়নাল মন্ডল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আকবর নগরসহ কেরানীগঞ্জের পূর্ব জাজিরা এলাকায়।
নিহত জয়নাল মন্ডলের পূর্ব জাজিরার বাসভবনে গিয়ে দেখা যায় নীরবতা, শোক স্তদ্ধ পরিবেশ। লাশ তখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হতে আসেনি। লাশ আনতে হাসপাতালে রয়েছেন নিহত জয়নাল মন্ডলের স্ত্রী, ছেলে আল আমিনসহ নিকটাত্বীয় স্বজনরা। বাড়িতে আছে ছেলের বউ, একমাত্র কন্যা জোনাকী। দুর দুরান্ত হতে স্বজনরা বাড়িতে আসতে শুরু করেছে। পুরো এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
নিহতের মেয়ে জোনাকী জানান, রাত সাড়ে আট টায় জানতে পারি আব্বু টেটাবিদ্ধ হয়েছে। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, নিহত জয়নাল সামেদ আলীর ইটভাটায় বেকু দিয়ে কাজ করাতো। টাকা পয়সা ঠিকমতো না দেয়ায় কাজ বন্ধ করে দেয়। পরে রহিম হাজ্বীর ইটভাটায় বেকু দিয়ে কাজ করাতো। সেই টাকা আনতে গিয়ে খুন হলেন জয়নাল মন্ডল।
বৃহস্পতিবার বিকালে জয়নাল মন্ডল হাজ্বী রহিম হাজ্বী ও হোসেনের ইটভাটা হতে পাওনা ৫ লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় সামেদ আলীর সন্ত্রাসীরা টেটানিয়ে জয়নাল মন্ডলের ও গিয়ে হামলা চালায়। তাকে বাচাঁতে ৩ জন এগিয়ে এলে তাদেরকেও জখম করে। পরে রাত ৩ টায় ঢাকা মেডিকেলে জয়নাল মন্ডল মারা যায়।