আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু

গত বুধবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে কোপা আমেরিকার সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা। সেই সঙ্গে শেষ হয়ে গেল মেসির আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন। এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু।

বৃহষ্পতিবার কোপা আমেরিকার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পেরু। আগামী রবিবার রাতে রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে দলটি। তবে  গ্রুপ পর্বে ব্রাজিলের কাছে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে ছিল পেরু। এখন দেখার বিষয় ফাইনালে তারা কি করে।

সর্বশেষ সংবাদ