আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লা মডেল থানার নতুন ওসি আসলাম হোসেন

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন রাতে যোগদান করেছেন। এর আগে তিনি ঢাকা ডিএমপিতে, নাটোরে, জামাল পুরের বকশিগঞ্জ থানায় ও ইসলামপুর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছে। স্ট্যান্ড রিলিজ পাওয়ার পর রাতে ফতুল্লা মডেল থানার সাবেক মঞ্জুর কাদের পাশ কার্ড নতুন ওসি মো.আসলাম হোসেনকে বুঝিয়ে দিয়ে ডিএপির মালিবাগ থানার এসবি পুলিশে উদ্দেশ্যে চলে যায় বলে জেলা পুলিশের সূত্রে জানা গেছে।

উল্লেখ্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোঃ মঞ্জুর কাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সোমবিার (১ এপ্রিল) পুলিশ সদর দফতরের নির্দেশে তাঁকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে ওসি মঞ্জুর কাদেরের আকস্মিক স্ট্যান্ড রিলিজের বিষয়ে পুলিশ সূত্রে জানা যায় সাধারণ নিঢমে হয়েছে।

সম্প্রতি ফতুল্লা মডেল থানায় গ্রেফতার হওয়া নারায়ণগঞ্জ মহানগরের জামায়াত আমি মাওঃ মাঈনুদ্দিন আহমদের জবানবন্দির একটি অডিও টেপ ভাইরাল হয়। ওই অডিও টেপে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার পিতা প্রয়াত পৌর পিতা আলী আহাম্মদ চুনকার সাথে জামায়াতের কানেকশন রয়েছে বলে দাবি করেন জামায়াতের ওই নেতা। ভাইরাল হওয়া অডিও টেপে জামায়াত আমিরের সাথে কথোপকথনে ওসি মঞ্জুর কাদেররের কণ্ঠও শোনা যায়।

এদিকে ফতুল্লা মডেল থানার ওসি শাহ্ মোঃ মঞ্জুর কাদের গত শুক্রবার (২৯ মার্চ) সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামের বিরুরেদ্ধ সাধাপরণ ডায়েরী করে নতুন করে আলোচনায় আসেন।