আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় সড়কের ময়লা সরাতে নির্দেশ দিলো আদালত

সংবাদচর্চা অনলাইনঃ

ফতুল্লার লালপুর পৌষার পুকুর পাড় এলাকায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ করায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (পরিবেশ) কাউসার আলম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহাকারী আতিকুর রহমান জানান, সদর উপজেলার ফতুল্লাা লালপুর পৌষার পুকুরপাড় এলাকার মূল সড়কে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ দূষন হচ্ছে। এ বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদপত্র সংবাদচর্চায় প্রকাশিত সংবাদ আদালতের নজরে আসে।

আদালত সেই সংবাদটি আমলে নেয় পাশাপাশি পরিবেশ সংক্ষন আইন ১৯৯৫ এর ৯ ধারার সুষ্পষ্ট লংঘন এবং ১৫ (১) এর ধারায় দন্ডনীয় অপরাধ বলে মনে করেন। ময়লা ফেলার মাধ্যমে কারা এ আইন লংঘন করছে আদালত তা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কে তদন্ত করার নির্দেশ দিয়েছে। একই সাথে ২০১০ এর ১২ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহনের আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, আগামী ১ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তে ফতুল্লা থানার ওসি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সহযোগিতা করতে বলা হয়েছে। কারা সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ ময়লা সরাতে বলা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ