নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার ডয়েজল্যান্ড এ্যাপারেলস লিমিটেড এর শ্রমিকদের বেআইনী ভাবে মারধর করে চাকরিচ্যুত করার প্রতিবাদে শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শ্রমিকদের উদ্যোগে এ মাবনবন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডয়েজল্যান্ড এ্যাপারেলস লিমিটেড এর মালিক আরিফুর রহমান শ্রমিকদের সরকার ঘোষিত বেতন দেন না। একই সাথে শ্রমকিদের ওভার টাইমের টাকাও ঠিক মত পরিশোধ করেন না। এই ফ্যাক্টরির মালিক শ্রমিকদের দেয়া কথা রাখেন না। তাদের বেতন নিয়ে তালবাহানা করেন। তার অতীত ইতিহাস খুবই ভয়ংকর। বেতন চাইলে শ্রমিকদের অপমান করে ভয় দেখিয়ে বের করে দেন। প্রতিবাদ করতে গেলে শ্রমিকদের হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি প্রদান করেন। ডয়েজল্যান্ড এ্যাপারেলস এর মালিক আরিফ মেয়ে শ্রমিকদের কু প্রস্তাব দেন। একজন মালিক যদি তার সন্তানতুল্য শ্রমিকদের কু প্রস্তাব দিতে পারে তিনি কি করে মালিক থাকেন।
বক্তারা আরো বলেন, শ্রমিকরা যদি শরীরের গাম জরিয়ে পরিশ্রম না করে আরিফ সাহেবরা গার্মেন্টস’র মালিক হতে পারত না। শ্রমিকদের পরিশ্রমে তিনি কোটি টাকার মালিক হয়েছেন। আর এখন খেটে খাওয়া মানুষের দাবি মানতে তিনি নারাজ। শ্রমিকরা তার নিকট পাওনা দাবি করতে গেলে জয় দাস এবং গিয়াস উদ্দিন নামের সন্ত্রাসী ধারা হুমকি প্রদান করেন। তারা হচ্ছে ফ্যাক্টরির কামলা শ্রমিকদের উপর তাদের প্রভাব চলে না। আমাদের (শ্রমিক) পক্ষ হতে যে সকল দাবি দেয়া হয়েছে মালিক পক্ষকে তা মেনে নিতে হবে। অন্যথায় আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা রাজপথে নামলে নারায়গঞ্জে দাও দাও করে আ্গুন জলবে। শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করতে বাধ্য করবেন না। শ্রমিকদের দাবি মেনে নিন। নারায়ণগঞ্জে স্বস্তি বজায় রাখুন।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড গার্মেন্টস ফেডারেশনের জেলা শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, ফতুল্লা আঞ্চলিক শাখার শ্রমিক নেতা লিটন সিকদার , নুরুল আলম ,সোহাগ তোফাজ্জল, তামান্না আকতার প্রমুখ।