আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় মাদক উদ্ধার অভিযানে ধরা খেলো যারা

সংবাদচর্চা রিপোর্ট: ফতুল্লায় মাদক উদ্ধার অভিয়ান পরিচালনা করেছে পুলিশ। শনিবার ( ৫ ডিসেম্বর) চানমারি বস্তি, ইসদাইর , ভূইগড়সহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৭ আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার আজম বাবুর ছেলে নাহিয়ান আজম ইভন (২২), চানমারী বস্তি এলাকার মৃত আবেদ আলী মৃধার ছেলে মোঃ হাবিব (২৮), পূর্ব ইসদাইর এলাকার আঃ মান্নানের ছেলে মোঃ সাজ্জাদ (২০), ভোলার মোঃ আবু তাহের (২৫), মোঃ খোকন মিয়া (২৫), বাগেরহাটের মোঃ গফ্ফার শিকদার (৫০), চানমারী বস্তি এলাকার ভাড়াটিয়া মোঃ সোহেল (বাগদিয়া) এর স্ত্রী বৃষ্টি (২৫)। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ