ফতুল্লায় ভুয়া বিদ্যুত বিল উত্তোলনকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল (৮ মার্চ) এ ঘটনা ঘটে। আসামির নাম মাসুদ রানা জলিল (৪৫) । তার বাড়ি শরিয়তপুর জেলার জাজিরা থানার পশ্চিম ছাব্বিশপাড়া। তার বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন সংবাদচর্চাকে বলেন, আসামি এক জায়গায় বিদ্যুত বিল উত্তোলনকারীর কথা বলে টাকা নিয়েছে। স্থানীয়রা প্রথমে আটক করে তাকে পেটন দিয়ে পুলিশে দিয়েছে। আসামি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। একটু সুস্থ হলে তাকে কোর্টে চালান করে দেয়া হবে।
জানা গেছে ফতুল্লার আঞ্জুর অটো গ্যারেজে প্রথমে বিদ্যুৎতের লোক পরিচয়ে টাকা দাবি করে। পরে গ্যারেজ মালিক টাকা দিতে অস্বীকার করে। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাকে গণপিটুনি দিয়েছে। সে একজন প্রতারক। তার কাছে বিভিন্ন কার্ড পাওয়া গেছে।