সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় ফতুল্লা মডেল থানাধীন পৌর স্টেডিয়ামের দুটি বিশাল কক্ষে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছে। রবিবার ( ৩ মে) দিবাগত রাতে ফতুল্লা মডেল থানার ৬ষ্ঠ তলায় থাকা ছয়জন পুলিশ সদস্য এবং সিদ্ধিরগঞ্জ থানার একজন পুলিশ সদস্যকে ঐ আইসোলেশন সেন্টারে স্থানান্তর করার কাজ শুরু হয় । আধুনিক সুবিধা সম্বলিত ইন্টারনেট সংযোগ, প্রতিটি কক্ষে ওয়াইফাই এর রাউটার লাগানো সহ স্বাস্থ্য সম্মত পরিবেশে আধুনিক জীবনযাপন সহ আইসোলেশনের উপযোগী করা হয়েছে সেন্টারটি। এসব তথ্য জানিয়েছে ফতুল্লা থানা পুলিশ।
এদিকে আইসোলেশন সেন্টারটি পরিদর্শন করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন।