আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় পুলিশকে গুলি ছুড়ার ঘটনায় গ্রেফতার চার

ডিবি

নিজস্ব প্রতিবেদক:

ফতুল্লার মুন্সিখোলা এলাকায় পুলিশকে গুলি ছুড়ার ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ।  বুধবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে আসামীদের হস্তান্তর করেছে করা হয়েছে। এর আগে রাজধানীতে একটি ছিনতাইকালে ডিএমপি পুলিশ তাদের হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারে তাঁরা প্রত্যেকে ফতুল্লার মুন্সিখোলা চেকে পোষ্টে দায়ীত্বরত পুলিশকে গুলি করার ঘটনার সাথে জড়িত। যে কারনে ডিএমপি পুলিশ ফতুল্লা থানা পুলিশের সাথে যোগাযোগ করে ধৃতদের হস্তান্তর করে।

ধৃতরা হলেন-কেরানীগঞ্জ থানাধীন গোলাম বাজার চেয়ারম্যান বাড়ি এলাকার বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত ভূট্টো মিয়ার ছেলেমো. লিটন (৩০), রামপুরা থানাধীন ১২০ তিতাস রোড এলাকার মিনহাজ মাঝির ছেলে মো. খলিল মাঝি (৪০), একই থানাধীন মাটির মসজিদ শিশু পার্ক এলাকার নুরুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মৃত ফজলু মিয়ার ছেলে মো. সোহেল (২৮) ও ওয়ারী থানাধীন টিপু সুলতান রোড এলাকার বাদল মিয়ার ভাড়াটিয়া মৃত রবিউল্লাহর ছেলে ইকবাল হোসেন (হবু)।

গনমাধ্যম কর্মীদের এসব তথ্য জানিয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) মজিবুর রহমান জানান, ধৃতরা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তবে এদের মধ্যে ইকবাল হোসেন (হবু) ছিনতাই কাজে অংশ নেয় না। মুলত সে এই চক্রের সোর্স। তাঁর দেয়া তথ্য মতে অন্যরা ছিনতাই করে থাকে। পাগলার মুসিখোলা চেকপোষ্টে বোরাক বাসে তল্লাসিকালে যেদিন তাঁরা আমাদের এক পুলিশ সদস্যকে গুলি করেছিল, মুলত সেদিন তাঁরা ইকবাল হোসেন (হবু)`র দেয়া তথ্য মতে ছিনতাই করতে এসেছিল।

তিনি আরো জানান, পুলিশ সদস্যকে গুলি করার পর যে মোটর সাইকেল যোগে তাঁরা পালিয়ে গিয়েছিল সেটি তাদের দেয়া তথ্য মতে ভূইগড় এলাকার একটি পরিত্যক্ত কবরস্থান থেকে উদ্ধার করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ