আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লায় নুরজাহান মডেল স্কুলে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিবেদক: ফতুল্লা মডেল থানার কুতুবপুর লাকি বাজার এলাকায় নুর জাহান মডেল স্কুলে দুর্ধর্ষ চুরি। গত শুক্রবার দিবাগত রাতের যে কোন সময় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ ৯০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ২টি মনিটরসহ ১লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষক ইকবাল হোসেন বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফতুল্লা মডেল থানা কুতুবপুর লাকি বাজার এলাকায় নুর জাহান মডেল স্কুলে গত শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় স্কুলটির অফিস রুমের তালা ভেঙ্গে চুরি ঘটনা ঘটে। পরে গত শনিবার সকালে অফিসে এসে অফিসের তালা ভাংঙ্গা পাওয়া য়ায়। এসময় চোরের দলেরা নগদ ৯০’হাজার টাকা, একটি ল্যাপটপ, ২’টি মনিটরসহ ১’লাখ ৭৫ ’হাজার টাকা নিয়ে যায়।

এদিকে এলাকাবাসী জানান, লাকিবাজার এলাকায় সাম্প্রতিকালে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। পুলিশের হয়রানি ও কোর্ট কাচারির জন্য আমরা কোন কিছুই করিনি। তবে দিন দিন চুরি মাত্রাবৃদ্ধি পাচ্ছে। এর একটি প্রতিকার হাওয়া দরকার। পুলিশ সুপার মহদোয় এর প্রতি আহবান করছি বিদ্যালয়টির চুরির ঘটনার রহস্য দ্রুত উৎঘাটন করে আসামীদের গ্রেফতার করার জন্য। চুরির প্রমান না রাখতে ওই স্কুলের সিসি ক্যামেরা ও ভিডিও ফুটেজ সংরক্ষনের ডিবিআর মেশিন নিয়ে যায়। প্রধান শিক্ষক ইকবার হোসেন জানান, বিদ্যালয়টিতে এর আগেও কয়েকবার চুরি হয়েছে। এ বার চুরি ঘটনাটি বড় হওয়া থানা পুলিশে জানিয়েছে। পুলিশ আন্তরিকতার সাথে অভিযোগের বিষয়টি তদন্ত করে অপরাধীকে দ্রুত গ্রেফতার করবে এবং চুরি যাওয়া মামলা উদ্ধার করবে বলে তিনি আশা ব্যাক্ত করে।
মামলা তদন্তকর্মকতা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মামুন মিয়া জানান, অভিযোগ পেয়ে তদন্ত করিছে। আরো তদন্ত করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়টির চুরি যাওয়া মামলাসহ চোরদের গ্রেফতার করতে পারবো।

স্পন্সরেড আর্টিকেলঃ