আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ফতুল্লায় চাঁদাবাজির অভিযোগে ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সংবাদচর্চা রিপোর্ট
ফতুল্লার রঘুনাথপুর এলাকা থেকে গ্রেফতার ৫ ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়েছে। সোমবার ( ১ জুলাই) ফতুল্লা মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নং২ ।  গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

প্রসঙ্গত রোববার (৩০ জুন) রাতে দৈনিক গনজাগরণ ও অপরাধের খোঁজে” পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(নিঃ)  আজিজুল হকের কাছে প্রতি মাসে ২০,০০০/- টাকা করে চাঁদা দাবি করে অন্যথায় তারা তাদের পত্রিকার মাধ্যমে লেখালেখি করে বিভিন্ন ধরণের ক্ষতি করার হুমকি দেয় এবং গোপনে ভিডিও ধারণ ও কথা রেকডিং করার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আজিজুল হক এর সন্দেহ হলে গ্রেফতার সাংবাদিকদের কাগজ পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারে নি।

গ্রেফতারকৃতরা হলেন,১) মোঃ সেলিম নিজামী (৩৭), পিতা- মোঃ আঃ মান্নান, সাং- অশ্বদিয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা,। সে সারুলিয়া  আব্দুল আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া । ২)  মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা- মোঃ তাহের উদ্দিন, সাং- রাজগাতি পূর্বপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ। সে  ফতুল্লার রসুলপুর আব্দুল রব মোল্লার বাড়ীর ভাড়াটিয়া।   ৩) মোঃ ইউসুফ (২১), পিতা- মৃত আবেদ আলী আকন্দ, সাং- নুরবাগ  ফতুল্লা (আনিস মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) (ভাসমান)  ৪) মাসুদ মিয়া (৩৫), পিতা- মোঃ আঃ মান্নান, সাং- অশ্বদিয়া, থানা- লাকসাম, জেলা- কুমিল্লা। সে সারুলিয়া  আব্দুল আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া।