সংবাদচর্চা রিপোর্ট:
ফতুল্লায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় সাকিব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এদিকে মঙ্গলবার সকাল থেকে সড়ক অবরোধ করে ৬টি ইজিবাইক ভাঙচুর করেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত সাকিব পাগলা হাইস্কুলসংলগ্ন এলাকার নানা ও নানির সঙ্গে থাকত। তার বাবা মনু মিয়া ও মা রাবেয়া আক্তারের সঙ্গে কয়েক বছর আগে বিচ্ছেদ হয়। এর পর তারা দুজন সাকিবকে রেখে অন্যত্র চলে যান।
ফতুল্লা মডেল থানার পিএসআই রাসেল শেখ জানান, সোমবার রাত ৮টার পর পাগলায় ইজিবাইকচাপায় শিশু সাকিব গুরুতর আহত হয়। রাত ১টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে ৬টি গাড়ি ভাঙচুর করে। তবে ঘটনার পর পাগলা উত্তর শাহী মহল্লার সানাউল্লাহর গ্যারেজ থেকে ইজিবাইকটি আটক এবং বিক্ষুব্ধ জনতাকে শান্ত করে এলাকার পরিস্থিতি স্বাভাবিক করা হয়। তবে গাড়ির চালককে আটক করা যায়নি।