আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফতুল্লার জঙ্গী বাড়ির বোম নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার জঙ্গী বাড়ির ভেতরে থাকা বোমা গুলো নিরাপদে বিষ্ফোরন ঘটিয়ে এলাকা বিপদ মুক্ত করছে কাউন্টার টেরোরিজম ইউনিটের বম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১ টা থেকে ২টা পর্যন্ত একে একে ৪ টি বোমা নিরাপদে বিষ্ফোরন ঘটায় বম্ব ডিস্পোজাল ইউনিট।

এর আগে বেলা সাড়ে ১২ টায় অভিযান আগে রাতে আটক ৩ সদস্যকে জেএমবির নব্য সদস্য বলে নিশ্চিত করেন মনিরুল ইসলাম। রাত ৩ টায় তাদের আটক করা হয়। এছাড়া ঢাকায় সাম্প্রতিক সময়ে বোমা বিষ্ফোরনের ঘটনার সাথে এখানকার আলামতের মিল রয়েছে বলে নিশ্চিত করে ডিএমপির এ যুগ্ন কমিশনার।

এদিকে ঘটনাস্থল থেকে ভোরে আটক হওয়া ৩ জনের পরিচয় জানা গেছে। এরা হচ্ছেন, আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি (২৭), তার ভাই জামাল উদ্দিন রফিক(২৩), ও রুমীর স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু (২৩)।

আটক দুই ভাইয়ের পিতা জয়নাল আবেদীন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম। তাদের স্থায়ী নিবাস রাজবাড়ীর পাংশায়।

সুত্রে জানা যায়, রুমী আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগে শিক্ষকতা করতেন। অপরদিকে তার ভাই রফিক কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে বাসাতেই থাকতেন। অপর দিকে রুমীর স্ত্রী জান্নাতুল ফোয়ারা অনু নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে ইংরেজী বিভাগে মাস্টার্স পাস করেন। তার বাবা অগ্রনী ব্যাংকের কর্মরত রয়েছেন।

সর্বশেষ সংবাদ