আজ শুক্রবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ফকির নীটের শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা অনলাইনঃ

ফকির নীটের গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫জুন) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ফকির নীটের গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তি, মিথ্যা মামলা,শ্রমিক ছাটাই বন্ধ করার দাবিতে মানব বন্ধন করা হয়।

গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন কমিটির সভাপতি এম এ শাহীন বলেন, আজকে মালিকরা করোনা পরিস্থিতে শ্রমিকদের দায়িত্ব নিতে অস্বাকীর করেছেন। বিগত ৪বছর ধরে শ্রমিকরা এই কারখানায় অর্থনৈতিক চাকা ঘোরাচ্ছে। আজকে জাতীয় অর্থনীতি শক্তিশালী করছে এই শ্রমকিরা। আমাদের দেশে সরকারী কর্মকতাদের বেতন, থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যখন সারা দেশে শ্রমিকদের পক্ষ সরকারের কাছ থেকে দাবি তুলে ধরেছিলাম  চলতি বাজেটে শ্রমিকদের রেশন, আবাস্থল, মাসিক বেতন বরাদ্দ করে দিতে হবে। সরকার এ বিষয়গুলো বিবেচনা করেনি। আজকে নারায়ণগঞ্জ সহ বাংলাদেশে বিভিন্ন শিল্পায়নে আমরা দেখছি  অন্যায় ভাবে গনহারে তারা শ্রমিক ছাটাই করছে।

এ সময় উপস্থিত ছিলেন,  গার্মেন্ট শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির নেতা দুলাল শাহা, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের  নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল হাই,,সাধারণ সম্পাদক রিমল কান্তি দাস,বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক কাউসার হামিদ,সাইফুল, বিপুল রায়, হযরত আলী, সানোয়ারা বেগম,মেহেদী সহ আরও অনেকে।

স্পন্সরেড আর্টিকেলঃ