সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়কে কলেজে রুপান্তর করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক রাব্বী মিয়ায়।
বৃহষ্পতিবার নাজিমউদ্দিন ফকির চান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ডিসি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ছাত্র জীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমেই সফলতা অর্জন করতে হবে। যে যত কঠোর পরিশ্রম করবে সে তত সফল হবে।
রাব্বী মিয়া বলেন, আমরা যদি আমাদের ছেলের মাদক সন্ত্রাস থেকে দূরে না রাখতে পারি, তাহলে আগামী দশ বছর পর এ দেশের নেতৃত্ব দিবে মেয়েরা।”
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী, নাজিমউদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব নাজিমউদ্দিন ফকির চান।