আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্ম বার্ষিকীতে জাতীয় ছাত্র সমাজ জেলা ও মহানগরের শ্রদ্ধাঞ্জলী

রয়াত সাংসদ নাসিম ওসমানে

রয়াত সাংসদ নাসিম ওসমানে

 

নিজস্ব প্রতিবেদক:
বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জালী জানিয়েছে জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর। মঙ্গলবার বেলা ১২ টায় মাসদইর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানায়।
জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান ছিলেন নেতাকর্মীদের প্রাণ। কর্মীদের সুখে দুঃখে তিনি সবসময় তাদের পাশে থাকতেন, তাদের খোঁজ খবর নিতেন। সাধারণ জনগণের উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। তার মৃত্যুতে শুধু নেতাকর্মীরাই নয় নারায়ণগঞ্জবাসী হারিয়েছে একজন মহান নেতাকে। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন।
মহানগরের আহ্বায়ক শাহআলম সবুজ বলেন, প্রয়াত সাংসদ নাসিম ওসমান এমনি একজন মানুষ ছিলেন যে কিনা কখনোই নিজের কথা ভাবতেন না। তিনি শুধু ভাবতেন কিভাবে এই নারায়ণগঞ্জের উন্নয়ণ করা যায়। কিন্তু তিনি সবাইকে কাঁদিয়ে এভাবে না ফেরার দেশে চলে যাবেন তা কেউ ভাবতেও পারেনি। আল্লাহ ওনাকে বেহেশতের উচু স্থান দান করুন।
এসময় মরহমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মাসদাইর কবরস্থানের খাদেম হাফেজ মোঃ মহিউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্র সমাজ জেলার আহ্বায়ক শাহাদাত হোসেন রুপু, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম বন্ধন, মহানগরের আহ্বায়ক শাহ আলম সবুজ, মহানগরের সদস্য সচিব মোঃ ফয়সাল উল্লাহ, যুগ্ম আহ্বায়ক অলি আহম্মেদ, সোহেল মেহেদি।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রসমাজ জেলার নেতা মোঃ রবিউল আওয়াল, নয়ন সরদার, লোকমান সরকার টিটু, মানিক আহম্মেদ মাসুম, মোঃ সাগর, মহানগরের নেতা রুবেল হাসান শুভ, মোঃ অনিক, মোঃ হান্নান প্রমুখ।