আজ শুক্রবার, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রিমিয়ার স্টিল কারখানার চার কর্মকর্তা কারাগারে

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল কারখানায় লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে গলিত লোহা শরীরে পড়ে ৪ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার কারখানাটির চার কর্মকর্তার বিরুদ্ধে রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত ৷ আসামিদের কারাগারে প্রেরণ করার নিদেশ দেওয়া হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত রিমান্ড শুনানি শেষে এ নিদেশ দেন।আসামিরা হলেন, প্রিমিয়ার স্টিল এন্ড রি-রোলিং মিলের জেনারেল ম্যানেজার আশরাফুল আলম (৪৩), ম্যানেজার নাসির তালুকদার (৪৫), প্রোডাকশন ম্যানেজার এসএম মাইনুল ইসলাম (৩৬), সুপারভাইজার মজিদুল ইসলাম (৪০) ৷ গত ২২ অক্টোবর রাত আড়াইটার দিকে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মিজানুর রহমান (৪২) ও বিকেলে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ফাহিম (২৫) এর মৃত্যু হয়।শনিবার ভোর রাতে দগ্ধ আরও দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন মো. শাকিল (২০) ও আবু সিদ্দিক (৩০)। তাদের মধ্যে শাকিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে। সিদ্দিক কুড়িগ্রামের নাগেশ্বরী এলাকার টিপু শেখের ছেলে। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এ নিয়ে প্রিমিয়ার স্টিল মিলস কারখানায় গলিত লোহা পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। জানা গেছে দগ্ধ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা এলাকার রফিক মিয়া (৪৫) ও রহমতপুর এলাকার মো. রাজু (৪০) একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । প্রিমিয়ার স্টিল কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে মামলা করা হয়েছে। বিস্ফোরণে নিহত ফাহিমের ভাই মাহিম বাদী হয়ে শনিবার (২৪ অক্টোবর) অজ্ঞাত কয়েকজনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন।