আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাজী মনির এমপি হলে রূপগঞ্জ এগিয়ে যাবে: বিএনপি নেতা নাসির উদ্দিন

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন বলেছেন, কাজী মনির ভাইয়ের নমিনেশন নিয়ে আমরা চিন্তা করি না। রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা কাজী মনিরুজ্জামান ভাইকে এমপি নির্বাচিত করবো। কাজী মনির ভাই রূপগঞ্জের এমপি হলে তিনি মন্ত্রী হবেন আর রূপগঞ্জ তার নেতৃত্বে এগিয়ে যাবে।
গতকাল তারাব পৌরসভার বরপা এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব নাসির উদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ সরকার আমাদেরকে মামলা দিয়ে অনেক হয়রানি করেছে। আমরা এর বিচার চাই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহবায়ক ডা: শাহীন, তারাব পৌর বিএনপির সহ-সভাপতি কাজী ইমরান হোসেন মাছুম।
এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং রান্না করা খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ