আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিডিয়ার ভাইদের গুরুত্ব অনেক: কাজী মনির

সংবাদচর্চা রিপোর্ট :

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ীদের প্রধান সমন্বয়ক কাজী মনিরুজ্জামান বলেছেন, কোন শিল্প ধ্বংস করা যাবে না।ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের গুরুত্ব অনেক। আপনারা সত্যটা প্রকাশ করবেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে চাষাঢ়ায় অবস্থিত বিকেএমইএ’র কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন।

কাজী মনির আরও বলেন,শিল্পের প্রতি আমার ভালবাসা ছিল। আমাদের সমস্যা আছে, আমরা সমাধানের চেষ্টা করছি। জেলা প্রশাসকসহ সকলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করছে। আমরাও পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছি। আমার শ্রমিকের বেতন যথা সময়ে দেয়া আমাদের দায়িত্ব। আজ আমার শ্রমিকরা বেতন যথা সময়ে বেতন পাবে, বেতন দিতে হবে। আমার কারখানায় অর্ডার ও শ্রমিক সব আছে। কিন্তু উৎপাদন হচ্ছে না। কারণ গ্যাস ও বিদ্যুৎ নেই। আমি বলব আপনারা শ্রমিকদের কথা বলবেন, পাশাপাশি কারখানা সচল রাখার জন্যেও আপনাদের কথা বলতে হবে

সভার সভাপতিত্ব করেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এইচ এম সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে- শিল্প পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. সিবগাত উল্লাহ, নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, নারায়ণগঞ্জ জেলার সেনাবাহীনির কমান্ডিং অফিসার লেফটেনেল কর্নেল আতিক ও বিজিএমইএ’র সভাপতি খন্দকার রফিকুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ