নবকুমার:
গোলাম দস্তগীর গাজী শুধু রাজনীতিক নন। তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক। তিনি এদেশের শিল্প ও রাজনীতির পাশাপাশি সর্বদা চিন্তা করেন কিভাবে এদেশের ক্রীড়া অঙ্গনের উন্নয়ন করা যায়। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা কে ক্রীড়া অঙ্গনে পরিচিত করতে গোলাম দস্তগীর গাজী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় রূপগঞ্জের পূর্বাচলে ১ লাখ আসন বিশিষ্ট অত্যাধুনিক শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ হচ্ছে। আজ ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ মৌসুমের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে রুদ্ধদ্বার এই ড্রাফট অনুষ্ঠিত হয়। এবারের আসরে তরুণ ক্রিকেটারদের নিয়ে শক্তি শালী দল গঠন করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স । তাদের দলে ভিড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ক্রিকেটার ইমরুল কায়েস, মেহেদি হাসান,আবু হায়দার রনিকে । এছাড়া অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছে রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন রুবেল, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ মাইশুকুর রহমান, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনিক, মেহেদী হাসান রানা, তাসামুল হক রুবেল, এস কে ওয়ালিউল করিম রনি।
উল্লেখ্য গাজী গ্রুপ ক্রিকেটার্সের মালিক নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।