আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার। এদিন বিকাল ৫টার মধ্যে বৈধ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে অথবা বার্তা বাহকের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

ইসি সূত্রে জানা গেছে, আজ রোববার বৈধ প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন হলেও গত কয়েকদিনে অনেক বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তবে উল্লেখ্যযোগ্য সংখ্যক প্রার্থী আজই মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকেও আজ বিকালের মধ্যে বৈধ দলীয় ও জোটভুক্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের চিঠি রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছাতে হবে। কেননা বর্তমানে একটি আসনে রাজনৈতিক দল বা জোটের একাধিক বৈধ প্রার্থী রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। পরে গত ১২ নভেম্বর পুনঃতফসিল করে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ পুনর্নির্ধারণ করা হয়। গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন হাজার ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। ২ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৭৮৬ জনের মনোনয়ন বাতিল হয়ে যায়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৫৪৩টি আপিল জমা পড়ে। গত তিন দিন শুনানি করে ইসি ২৮২ জন তাদের প্রার্থিতা ফেরত পায়। বৈধতার বিরুদ্ধে অর্ধ শতক আপিল জমা পড়লেও এ ক্ষেত্রে কেউই পক্ষে রায় পাননি।

স্পন্সরেড আর্টিকেলঃ