আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রাণনাশের হুমকি

পিরোজপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

প্রাণনাশের হুমকি
বিশেষ প্রতিনিধি ॥ পিরোজপুরে এক সাংবাদিককে প্রানণাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক অন্যদিগন্তের পিরোজপুর জেলা প্রতিনিধি এস.ডি রিপন মাহ্্মুদ গত ১০ জানুয়ারী ২০১৮ তে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানাধীন বেতমোর ইউপিতে জামাত শিবিরের তৎপরতার খবর পেয়ে তথ্য সংগ্রহ করতে যান। কিন্তু কোন তথ্য সংগ্রহ করার আগেই ঐ ইউপির কয়েকজন ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে সে সঠিক পরিচয় তাদেরকে বলেন। সেই লোকদের মধ্যে একজন ব্যক্তি প্রতিনিধির সাথে খারাপ আচরণ করেন এবং গ্রামে প্রবেশ করলে প্রানণাশের হুমকি দেন। উক্ত গ্রামে প্রবেশ না করে সে মটর বাইক নিয়ে ফিরে আসার সময় ঐ ব্যক্তিসহ আরো কয়েকজন তার গতিরোধ করে জামায়েত ছাত্র শিবির পরিচয় দেয় এবং এদের নিয়ে কোন রকম প্রতিবেদন পত্রিকায় আসলে প্রানে মেরে দেবে এমন ভয় ভীতি দেখায়। এমনকি শিবিরের লোকজন কি করতে পারে তা তো সকলেরই জানা আছে, বলেও হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে সাংবাদিক গোপনে সেই লোকজনের মধ্যে একজনের আংশিক পরিচয় অন্য এক ব্যক্তির কাছ থেকে জানতে পারে। অপরিচিত সেই ব্যক্তি তাকে জানায় হুমকি দাতা সেই লোকটা পিরোজপুর সরকারী সোহ্্রাওর্দী কলেজে ইংরেজি (অনার্স) ২য় বর্ষের ছাত্র। তার নাম মোঃ জহিরুল হাওলাদার, সে মঠবাড়িয়া থানাধীন বেতমোর গ্রামের হাওলাদার বাড়ির সন্তান। হুমকিদাতার ব্যবহার ও কথা অনুযায়ী ধারনা করা হয় সে জামায়েত ছাত্র শিবিরের একজন সদস্য। বিষয়টি পিরোজপুর সদর থানা ও মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানানো হয়েছে। তবে মঠবাড়িয়া থানার ওসি ব্যবস্থা এ বিষয় ব্যবস্থা নিবেন বলে জানান।

স্পন্সরেড আর্টিকেলঃ