আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শামীম ওসমানের নামে মামলার প্রস্তুতি চলছে,আইভি

প্রস্তুতি

শামীম ওসমানের নামে মামলার প্রস্তুতি চলছে,আইভিপ্রস্তুতি

নারায়নগঞ্জ প্রতিনিধি:

নারায়নগঞ্জ  সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও তার কর্মীদের ওপর হামলার ঘটনায় এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছেন আইভী। নগর ভবনে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

আইভী বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে শামীম ওসমান তার লোকজন দিয়ে হামলা করিয়েছে। আমি মৃত্যুকে ভয় পাই না। আমি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব।’

মেয়র বলেন, ‘রাস্তা আমার, আর আমি হাঁটতে পারবো না, তা তো হতে পারে না। আমরা প্রায়ই উচ্ছেদ করি। আর ২৫ তারিখ থেকে পুলিশ প্রশাসন উচ্ছেদ করছে, এটা ভালো করেছে, মানুষের জন্য কাজ করেছে। একমাস আগেও আমার গাড়ির ৬ নাট একসাথে খুলে যায়। আমাকে হত্যার চেষ্টা নতুন না,

আইভী বলেন,  এই হামলায় আমার বোন জামাই, ভাই, কর্মীরা আহত হয়েছে। আমি মার খেতে প্রস্তুত ছিলাম। কিন্তু কর্মীরা মার খাবে— আমি কখনোই চাইনি। আমার ধারণা ছিল— আমি ওখানে বসা থাকলে এ হামলা হবে না, কিন্তু তা হয়েছে। আমার কর্মীদের টার্গেট করে মারা হয়েছে।’

আমাকে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি বলতে পারতেন— হকার্স মার্কেটটি ১০ তলা করা হোক, আমি সাহায্য করবো। তিনি আমাকে তা বলেননি।’

মেয়র বলেন, ‘আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে হাজার হাজার মানুষ আসে। আমি তো কাউকে ডেকে আনিনি, আমি তো অস্ত্র নিয়ে মিছিলে যাইনি। আমার ফুটপাত দিয়ে আমি হেঁটে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে জানাতে চেয়েছিলাম।’

আইভীর অভিযোগ, আগের দিন ঘোষণা দিয়ে, আদেশ করে, উস্কে দিয়ে হামলা করিয়েছেন শামীম ওসমান।

 

স্পন্সরেড আর্টিকেলঃ