আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রস্তুতি সভা না গোপন বৈঠক!

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত হয়ে প্রস্তুতি সভা করেছেন। মঙ্গলবার দুপুরে শহরের সায়াম প্লাজার ৩য় তলায় ইডেন থাই চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। তবে এ বৈঠককে গোপন বৈঠক উল্লেখ করেছেন সোনারগাঁয়ের আরেক নেতা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সামসুল ইসলাম ভূইয়া, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনামদি ইউনিয়নের চেয়ারম্যান মো. জিন্নাহ, কাচঁপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পারভেজসহ আরও অনেকে।

এ দিকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম সংবাদচর্চাকে জানিয়েছেন, জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা হয়নি তারা গোপন বৈঠক করেছে। যদি প্রস্তুতি সভা করা হতো তাহলে ব্যানার কোথায়। তাদের সভায় কোন ব্যানার ছিলো না। অধিকাংশ নেতা জানেন না তারা প্রস্তুতি সভা করছে।

তিনি বলেন, সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির ৪ জন নেতাই জানে না সভার বিষয়ে। বেশিরভাগ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদককেও জানানো হয়নি। তারা সোনারগাঁ ছেড়ে নারায়ণগঞ্জে গিয়ে গোপন বৈঠক করেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ