আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত সচিব হলেন তিনজন অতিরিক্ত সচিব

প্রধানমন্ত্রীর দপ্তরের

প্রধানমন্ত্রীর দপ্তরের ভারপ্রাপ্ত সচিব হলেন তিনজন অতিরিক্ত সচিব
প্রধানমন্ত্রীর দপ্তরের

সংবাদচর্চা ডেস্ক: তিনজন অতিরিক্ত সচিবকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ উল আলম ম-লকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দিয়ে গতকাল বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব মো. মাকসুদুল হাসান খান আগামি ৩১ জানুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন।

আর চুক্তিতে নিয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগমের সঙ্গে সরকারের চুক্তি শেষ হবে ৩১ জানুয়ারি। সিলেটের বিভাগীয় কমিশনার থাকাকালে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ পান সাজ্জাদুল হাসান। ১৯৮৫ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সাজ্জাদুল এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (তৎকালীন সড়ক বিভাগ) যুগ্ম-সচিবের দায়িত্বে ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলায়।