আজ রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী

প্রতিষ্ঠাবার্ষিকী

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি: সারা দেশের ন্যায় রূপগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশের প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দীর্ঘ দিন ঝিমিয়ে থাকা ছাত্রলীগ  হাজারো নেতা কর্মী নিয়ে রূপগঞ্জের মাটি কাপিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে তাদের অস্তিত্বের জানান দিলেন।

উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয় কর্মসূচির মধ্যে ছিলো দলীয় পতাকা উত্তলন,আলোচনা সভা আনন্দর‌্যালী ,ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দ র‌্যালীটি শহরের প্রধান সড়ক  প্রদক্ষিন করে এ সময় তারা নানা ধরণের শ্লোগান দেন যে শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি ।

মুড়াপাড়া কলেজ মাঠে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

প্রতিষ্ঠাবার্ষিকী

এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন,ছাত্রলীগ বাংলাদেশরে গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরু ভূমিকা পালন করে আসছে। পাকিস্তানের শোষন বঞ্চনার হাত থেকে মুক্তিপাবার জন্য বঙ্গবন্ধু আন্দোলন জোরদার করবার জন্য ছাত্র সংগঠন ছাত্রলীগ ১৯৪৮ সালের ৪ই জানুয়রি প্রতিষ্ঠা করেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অবদান ভুলবার নয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইঞ্জি:শেখ সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান মেহের, তাবিবুল কাদির তমাল,কামরুল হাসান তুহিন, মোস্তাফিজুর রহমান শাহিন, নাঈম ভূইয়া, মোখলেছুর রহমান জনি, নাদীম ভূইয়া।

 

ছাত্রলীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি শাহরিয়ার পান্না সোহেল,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন, রুপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ার পারভেজ টিপু , সাংগঠনিক সম্পাদক  ইমন হাসান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আলম শিকদার, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি সাঈদ সোহেল, ডা: নাহিয়ান ইফতেজা,গণস্বাস্থ্য ইর্ন্টান ডাক্তার সভাপতি , সাবেক প্রচার সম্পাদক রিয়াজ আহম্মেদ,মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ সম্পাদক সজীব,মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম, সাধারণ সম্পাদক সুমন, তারাব পৌরছাত্রলীগের সভাপতি আদনান,তারাব পৌরছাত্রলীগের সাধারণ সম্পাদক জুম্মান  ছাত্রলীগ নেতা সবুজ, তুহিন, আওলাদ, মঈন আহম্মেদ, আব্দুল্লাহ, হামজালা, ইমন,এম এ আজিজ, ইমন, আরিফ খান জয়, উজ্জল, সাদ্দাম, সুমন, সেলিম, নজরুল, হাসান, আরিফ, শ্যামল, সোহান, মাহবুব, এহেসান প্রমুখ ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সারা বাংলার জনপ্রিয় শিল্পীরা।