সৈয়দ রিফাত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা নিয়েছেন নানা উদ্যোগ। দোয়া ও মিলাদ মাহফিল, খাদ্য-বস্ত্র বিতরণসহ নানান কর্মসূচী গ্রহণ করেছে দলটির নেতাকর্মীরা। এদিকে নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতারাই এসকল কর্মকান্ড থেকে পিছিয়ে রয়েছেন বলে অভিযোগ খোদ নিজ দলীয় নেতাকর্মীদের।
দলীয় সূত্রে জানা গেছে, শাহাদাৎ বার্ষিকীকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হলেও এখন পর্যন্ত কোন অনুষ্ঠানে দেখা যায়নি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, সাবেক সহ সভাপতি আবদুল মান্নান ও আবুল কালাম আজাদ বিশ্বাসকে। এছাড়াও ছিলেন না মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু এবং সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন। কর্মসূচী থেকে পিছিয়ে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিবও।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি একাধিক নেতাকর্মী জানান, যারা দলের প্রতিষ্ঠাতার শাহাদাৎ বার্ষিকীর কর্মসূচী পালন করতে অনীহা প্রকাশ করে তাদের কাছ থেকে দল আর কি আশা করতে পারে। দলীয় কোন কর্মকান্ডে তাদের খুঁজে পাওয়া না গেলেও দলের সুসময়ে তাদের অবস্থান থাকে চোখে পরার মতো।
তবে দলটির সিনিয়র নেতৃবৃন্দের দাবি, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দেশে সবকিছুই সীমিত আকারে চলছে। এই মুহুর্তে কোন কিছুর আয়োজন না করে ঘরে বসে দোয়া করাই ভালো। কারন জনসমাগম ঘটিয়ে বিপদ ডেকে আনা যাবে না বলে মনে করছেন তারা।
এদিকে রাজনৈতিক বোদ্ধারা বলছেন ভিন্ন কথা। তাদের মতে, করোনা পরিস্থিতির অজুহাত দেখিয়ে দলের প্রতিষ্ঠাতার শাহাদাৎ বার্ষিকী এড়িয়ে যাওয়া মোটেই কোন সিনিয়র নেতাকর্মীর কাজ নয়। সাবধানতা অবলম্বন করেও শাহাদাৎ বার্ষিকী পালন করা যায়। দীর্ঘদিন ক্ষমতার স্বাদ বঞ্চিত থাকায় বিএনপির অনেক নেতাকর্মী এখন দলের প্রতিষ্ঠাতার কথাই ভুলে গেছে! অথচ ক্ষমতায় থাকাকালীন একসময় তারাই লুটেছিলো ফায়দা। দলীয় কোন্দল অপসারণ করে এক ব্যানারের পিছে দাঁড়ালে এই দল অনেক আগেই ঘুরে দাঁড়াতে পারতো। কিন্তু তারা তা না করে নিজ নিজ ভাবে দল বানিয়ে নিয়েছে। যার কারনে আজ তাদের এই পরিণাম।