আজ বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রতারণা মামলায় সৃজন হাউজিংয়ের ২ জন কারাগারে

প্রতারণা মামলায় সৃজন হাউজিংয়ের শিউিলি তারেক ও একই প্রতিষ্ঠানের জিএম আফরিন আক্তারকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে তারা শহরের চাষাড়া বালুর মাঠ এলাকার লূৎফর রহমান খানের ছেলে নান্নু খানের দায়ের করা প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জেল হাজতে প্রেরিত শিউলী তারেক সৃজন হাউজিংয়ের এমডি দেলপাড়া টাগারপাড় এলাকার মৃত এম কে শোয়েবের ছেলে শামীম তারেকের স্ত্রী এবং অপরজন ওই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আফরিন আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুল হাই। তিনি জানান, চলতি বছরের ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি প্রতারণা মামলায় শিউলী তারেক ও আফরিন আক্তার আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আব্দুল হাই আরও জানান, এই মামলায় সৃজন হাউজিংয়ের ম্যানেজিং ডিরেক্টর শামীম তারেক ও ডিরেক্টর আবুল হোসেন নাঈম পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে মোশারফ হোসেন নামে এক ব্যক্তিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১৭ সালের ১৬ নভেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ শামীম তারেককে গ্রেফতার করেছিলো।

সর্বশেষ সংবাদ