আজ বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্যারিস বাগেতকে অর্থদন্ড’ স্বপ্নকে সতর্ক

সংবাদচর্চা রিপোর্ট:

প্যারিস বাগেতে পণ্যের লেবেলিং মূল্য টেম্পারিং ও বিদেশি পণ্যের লেবেলে আমদানিকারক প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালত। রোববার সকালে নগরীর মিশনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। একই সঙ্গে স্বপ্ন সুপার শপে পণ্যের প্রকৃত ওজন ও মোট ওজন এবং পণ্যের গুনগত মান যেনো ঠিক থাকে সে ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে সতর্ক করে দেয়া হয়।

এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। তার সঙ্গে উপস্থিত থেকে সহযোগীতা করেছেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহজাহান।

এ বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, প্যারিস বাগেতে বিদেশি পন্যের লেবেলে আমদানিকারক প্রতিষ্ঠানের না ছিলো না। এবং মূল্য টেম্পেরিংয়ের অপরাধে ২০হাজার টাকা জরিমানা করা হয়। হ্যাভেক্স ব্র্যান্ডের পারফিউমে মূল্য টেম্পারিংয়ের অপরাধে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৭নং ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বপ্নের বিষয়ে আমাদের কাছে অভিযোগ ছিলো ফ্রোজেন করা খাবারের গুনগত মান ঠিক থাকে। তাই তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ