সংবাদচর্চার রিপোর্ট:
নাসিক প্যানেল মেয়র আফরোজা আক্তার বিভার বাড়ি থেকে যৌতুক মামলার প্রধান আসামী মইন উদ্দিন (৪৭) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ফতুল্লা থানার আলী আহম্মেদের ছেলে।
বুধবার সকাল ৯ টায় ১ নং বাবুরাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। সদর থানার এস আই বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে গত ২৩ এপ্রিল সন্ধ্যার পর মইন উদ্দিনের স্ত্রী সামসুর নাহার ইতি যৌতুক মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই আসামী কে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কোর্টে চালান করে দেয়া হয়।