রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলীর উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর একান্ত সচিব এমদাদুল হক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলী, আওয়ামী লীগ নেতা এনামুল হক, আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সি, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ মোস্তাফিজুর রহমান শাহিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া প্রমুখ।