আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বগ্রাম-পশ্চিমগাঁও সড়ক প্রশস্তকরণ কাজ উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পুর্বগ্রাম-পশ্চিমগাঁও সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৬ আগস্ট দুপুরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এ সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১কোটি ৬৫লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করে। পূর্বগ্রাম খান বাড়ি মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহেদ আলী। এসময় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি নুরুজ্জামান খাঁন, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী জামাল উদ্দিন,কায়েতপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, সেলিনা আক্তার রিতা, ওমর ফারুক ভুঁইয়া, মানিক আহমেদ, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে সড়কের নামফলক উন্মোচন করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে খাঁন বাড়ির প্রশংসা করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

স্পন্সরেড আর্টিকেলঃ