আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি, সেই রনি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (২২ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ‘রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। এছাড়া সে একাধিক মামলার আসামি। ওইসব মামলায় রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর ফতুল্লা থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’

উল্লেখ্য এর আগে ১৭ আগস্ট নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ছাত্রদল। এতে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি বলেন, ‘আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে ( চন্দ্রিমা উদ্যানে) পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না, পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি শেখ হাসিনার? আমি বলে দিতে চাই, যদি শেখ হাসিনার হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করে থাকেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল এবং তারেক রহমান চিন্তা করে পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান-টু’র ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।’

এদিকে রনির বিরুদ্ধে কমিটি বানিজ্যের বহু অভিযোগ রয়েছে। টাকার বিনিময়ে বিবাহিত, অছাত্ররা ছাত্র দলের কমিটিতে স্থান পেয়েছে। পরে বিতর্কের মুখে তা বাদ দিয়েছে। এর আগে বিদেশী অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন রনি।

স্পন্সরেড আর্টিকেলঃ